দেশে মাদকের প্রভাব কমানো যাচ্ছে না। বরং এর প্রভাব সামাজিক বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে মাদকের উপকরণে বদল ঘটছে। বছর দুয়েক আগে ইয়াবাবিরোধী অভিযানের পর পত্রিকার খবরেই বলা হয়েছিল ইয়াবার চালান আরো বেড়েছে। অর্থাৎ মাদকবিরোধী বিশেষ অভিযান, বন্দুকযুদ্ধ এমনকি বেশকিছু মাদক ব্যবসায়ীর আত্মসমপর্ণের পরও ঠেকানো যাচ্ছে না মাদকের বিস্তার। করোনাকালীন সময়েও সারা দেশে মাদকের ছড়াছড়ি। হাত বাড়ালেই মাদকদ্রব্য মিলছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের মধ্যেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মাদক ব্যবসা। উল্টো নতুন নতুন ব্যক্তিরা এই ব্যবসায় জড়াচ্ছেন। আর পুরাতন ব্যবসায়ীয়া আড়ালে আবডালে থেকে নতুন মুখ দিয়ে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে। করোনাকালে চালান আসছে না এমন অজুহাতে দামও বাড়িয়ে নিচ্ছেন মাদক কারবারিরা। অথচ কৌশল পাল্টে সীমান্ত দিয়ে হরহামেশাই মাদকের চালান আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব চালান সারা দেশের খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাচ্ছে।
একদিকে মাদক ব্যবসায়ীদের সংখ্যা যেমন বাড়ছে ঠিক তেমনি মাদক সেবনকারীর সংখ্যাও বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, মূলত চাহিদা বেশি থাকায় মাদক ব্যবসার লাগাম টানা যাচ্ছে না। এ ছাড়া লাভজনক ব্যবসা হওয়াতে মাদক ব্যবসায় ব্যবসায়ীদের আগ্রহ বেশি। মাদক ব্যবসা করে অল্প সময়ে অনেকেই কোটি কোটি টাকা উপার্জন করেছেন। এ ছাড়া স্থানীয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের প্রত্যক্ষ- পরোক্ষ সহযোগিতা নিয়েই ব্যবসা নিয়ন্ত্রণ করে কারবারিরা। অনেক পদক্ষেপ-কর্মসূচি সত্বেও মাদক ব্যবসা কমেনি। কৌশল পাল্টে তা বেড়েছে। যে সকল ব্যবসায়ী অবৈধভাবে মাদকের চালান দেশে নিয়ে আসেন তারা বেশ কৌশলী। বড় মাদক ব্যবসায়ীরা সীমান্তের ওপার মিয়ানমার থেকেই অধিকাংশ চালান নিয়ে আসেন। এসব চালান আনা থেকে শুরু করে হাতে আসা পর্যন্ত নানা কৌশল অবলম্বন করা হয়। এ ক্ষেত্রে পাইকারি বিক্রেতাদেরও কৌশলী হতে হয়। মাদক ব্যবসার সঙ্গে জড়িত এমন ব্যক্তিরা জানিয়েছেন মাদকের চালান আনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেয়াই থাকে মূল লক্ষ্য। কখনও কখনও সংশ্লিষ্ট এলাকার অসাধু কর্মকর্তাদের উৎকোচ দিয়ে চালান পার করতে হয়। আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে বড় চালান আটকা পড়ছে।
সারা দেশে মাদকের আগ্রাসন বেড়ে যাওয়াতে ২০১৮ সালের ১৫ই মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটা করে মাদকবিরোধী অভিযানে নামে। ওই সময় চিহ্নিত মাদক স্পটগুলোতে কিছুদিন অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় অনেক মাদক ব্যবসায়ীকে। বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছিল। কিন্তু সেই অভিযান বেশিদিন নিয়মিত করা হয়নি। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদকের ছিঁচকে কারবারিদের গ্রেপ্তার করলেও গডফাদাররা আড়ালে-আবডালে থেকে যায়। অনেকে দেশে আবার কেউ কেউ বিদেশে গিয়ে আত্মগোপন করে। অভিযান স্তিমিত হওয়ার পর গডফাদাররা আবার দেশে ফিরে এসে ফের চাঙ্গা করে ব্যবসা। দেশ ও সমাজ নয়- মাদক এখন পরিবারের জন্য ত্রাস। লক্ষ লক্ষ পরিবার এখন মাদকের করাল গ্রাসে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অনেকে লজ্জায় সেকথা কাউকে বলতে না পেরে শুধু কেঁদে-কেটে লুকিয়ে থাকেন। মাদকের এই ভয়াল থাবা থেকে দেশকে রক্ষা করা না গেলে ভবিষ্যতের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। নতুন এবং কার্যকর প্রক্রিয়ায় মাদকের কারবারবিরোধী অভিযান চালাতে হবে। ফলপ্রসূ কিছু করতে গেলে সে ব্যবস্থা নেওয়াই উত্তম।