ঝিনাইদহের কালীগঞ্জে স্বামীর হাতে মনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছে। নিহত মনোয়ারা উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ছেলে মোবাইল চার্জ না দেবার কারণে শুকুর আলী তার ছেলে কে মারতে গেলে মা মনোয়ারা খাতুণ ঠেকাতে যায়। এ সময় শুকুর আলী তার স্ত্রী কে ধাক্কা দিলে দেওয়ালে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শুক্রবার সকাল ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে পরিবারের সদস্যরা মনোয়ারাকে হাসপাতালে ভর্তি করার সময় স্ট্রোক করেছে বলে তথ্য দেয়।
এ ঘটনার পর থেকে তার স্বামী শুকুর আলী পলাতক রয়েছে। নিহত মনোয়ারা দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে।
এদিকে পরিবারের সদস্যরা বলছে, স্বামী স্ত্রীর গোলযোগের সময় তার ছেলে ঠেকাতে যায়। এ সময় ছেলে ধাক্কায় মা দেওয়ালে আঘাত প্রাপ্ত হলে অসুস্থ হয়ে পড়ে।
কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। তার স্বামী পলাতক রয়েছে। এ সময় মনোয়ারা খাতুনের অতিরিক্ত পেশার ও পেটে ব্যাথা ঊটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখনি বলা যাচ্ছে না কীভাবে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠনো হয়েছে।