কারাগারে লেখকের মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর দায়ে জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রেখেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। এ সময় অভিযোগ করা হয়, সরকারের অসংগতি, অন্যায় অবিচার নিয়ে যেনো কেউ প্রশ্ন না তুলতে পারে, সেজন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি শাহবাগ-পরীবাগ প্রদক্ষিণ করে ফের শাহবাগে আসে। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।