ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউানয়নের শিহিপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন ব্যক্তি আহত হয়েছে। সালথা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ২০-২৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালানো হয়। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার সালথা উপজেলার শিহিপুর গ্রামের সাবেক মেম্বার কোহিনুর মাতুব্বরের সমর্থীত মতিয়ারের সাথে একই গ্রামের বিরোধী পক্ষ ইউসুফ মাতুব্বরের সমর্থক আছিরউদ্দিনের সাথে জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় এরই সুত্রধরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উভয় দলের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষকারীরা ২০-২৫ টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুট করে। এতে উভয় দলের অন্তত ৩৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনর্চাজ সুব্রত গোলদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। সংঘর্ষের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।