নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দীন মুজাক্কির হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পঞ্চগড়ের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সাংবাদিক নেতারা সাংবাদিক বুরহান উদ্দীন মুজাক্কির কে হত্যা সহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল বাবু, বিটিভির জেলা প্রতিনিধি আমীর খসরু লাভলু সহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।