পঞ্চগড় জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মান্নান। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজাদ জাহান সভাপতিত করেন। জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে সভায় জেলার গ্রাম আদালত আইন ও জেন্ডার সংবেদনশীলতা, প্রকল্পের জেলা পর্যায়ের কার্যক্রম, সাফল্য ও স্থানীয় গণমাধ্যমের ভ’মিকা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প (ইউএনডিপি) পঞ্চগড় ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো: আমির হোসেন।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পে সারা দেশের মধ্যে পঞ্চগড় জেলায় সর্ব্বোচ মামলা ও নিষ্পত্তি হয়েছে। জেলায় ৪৩ টি ইউনিয়নে গ্রাম আদালতে মোট মামলা হয়েছে ১২ হাজার ৭৫৭ টি এবং নিষ্পত্তি হয়েছে মোট ১২ হাজার ৬৯৮ টি।