ঝিনাইদহের কালীগঞ্জে স্কুল পড়-য়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করার অপরাধে মেয়ের বাবাকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল পড়-য়া নাবালিকা ছাত্রীর বিয়ে প্রস্তুতি চলছিল। এ সময় উপজেলা প্রশাসন গিয়ে বিবাহ বন্ধ করে দেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন মোতাবেক ২০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। এ সময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত যাতে মেয়ের বিয়ে না দেওয়া হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।