বিষয়খালি এলাকায় ছড়িয়ে পড়ছে গরুর ক্ষুরারোগ। মুখে ঘাঁ ও জ¦রের উপসর্গ নিয়ে কয়েকদিনে বিষয়খালি বেশ কয়েকটি গরু মারা গেছে। এ কারণে গরু খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালি গ্রামের পূর্বপাড়ার ইসরাইল হোসেন, হাসেম আলি ও বারী সদ্দারের প্রত্যেকের একটি করে মোট ৩ টি গরু মারা গেছে। এরপূর্বে একই গ্রামের মোশারফ হোসেন, পলাশ ঘোষ, রবিউল ইসলাম, রুহুল আমিনসহ কয়েকজনের গরু মারা গেছে। ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বলে জানাগেছে, মুখে, পায়ে ঘাঁ এবং মুখে লালা ঝরা লক্ষণ নিয়ে আক্রান্ত হচ্ছে। প্রথম দিকে কয়েকজনের গরু আক্রান্ত হলেও পর্যাক্রমে তা বেড়ে ক্রমেই ছড়িয়ে পড়েছে। এখন বেশি আক্রান্ত কয়েকটি গরু মারা গেছে।
ঝিনাইদহ জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার ব্যানার্জী বলেন, সপ্তাহ খানেক আগে ওই এলাকায় ভ্যাকসিন দিয়েছি। যাদের গরু মারা গেছে তারা প্রথমে আমাদের সাথে যোগাযোগ করেনি।