রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্য ও জেএসএস সংস্কার দলের নেতা সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার দায়ে জেএসএস সন্তু দলের ১০ সদস্যের নাম উল্লেখ ও ৮ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছে রূপকারীর ইউপি সদস্য বিনয় চাকমা। বাঘাইছড়ি থানার কর্মকর্তা ইনচার্জ আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন, ১। মণিময় চাকমা। ২। বড় ঋষি চাকমা, ৩। শুভাশিষ চাকমা (টম্বামনি), ৪। সুভাষ বসু চাকমা, ৫। পলক তালুকদার, ৬। দয়া সিন্ধু চাকমা, ৭। তৃদ্বীপ চাকমা ( দ্বিপ বাবু) চাকমা, ৮। বরুন চাকমা, ৯। সোহাগ চাকমা ও ১০। প্রভাত কুমার চাকমসহ অজ্ঞাত আরো ৮জন।
এদিকে নিহত সমর বিজয় চাকমার লাশ খাগড়াছড়ি হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পাশের রুমেই ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে হত্যার ঘটনায় পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পিআইও অফিসে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকারের অফিসে প্রকল্পের বিষয়ে কথা বলছিলেন রূপকারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও জেএসএস(এমএনলারমা) গ্রুপের নেতা সমর বিজয় চাকমা। এ সময় ২/৩জন সশস্ত্র সন্ত্রাসী রুমে ঢুকে সমরের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।