টাই পরা নিয়ে নিউজিল্যান্ডের পার্লামেন্টে দারুন হৈচৈ হয়েছে। দীর্ঘ দিন টাই পরা বাধ্যতামূলক হলেও এখন তা ঐচ্ছিক হয়ে গেছে। টাইকে ‘উপনিবেশ ফাঁদ’ আখ্যা দিয়ে এক পার্লামেন্ট সদস্য রাওরি ওয়াইতিতি কে বক্তব্য প্রদানে বাধা দেন স্পীকার ম্যালার্ড। পোশাক নীতির ভঙ্গের অভিযোগ তোলা হয় রাওরি ওয়াইতিতির বিরুদ্ধে। তবে নিউজিল্যান্ডের ক্ষুদ্র জাতিসত্তা মাওরি পার্টির নেতা রাওরি ওয়াইতিতি বলেন, তিনি অন্য কারো ঐতিহ্য ধারণ করবেন না। তিনি মাওরিদের ঐতিহ্যবাহী পোশাক পরেছেন। টাই নয়, এটাই তাদের সাংস্কৃতিক পরিচয়।
নিউজিল্যান্ডের ৫০ লাখ জনসংখ্যার ১৫ শতাংশের মত মাওরি। কিন্তু তারা দারিদ্র সহ নানা সমস্যায় জর্জরিত। অনেকে মনে করেন নিউজিল্যান্ডে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শুরুর পর মাওরিদের বিরুদ্ধে বৈষম্য মূলক আচরণ করা হয়। ওয়াতিতি গত বছর প্রথম বারের মত পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। পার্টামেন্টের প্রথম ভাষণে তিনি তার নিজের এক পূর্ব পুরুষের গল্প তুলে ধরেন। যাকে ব্রিটিশ সরকার হত্যা অভিযোগ তুলে অন্যায়ভাবে ফাসিতে ঝুলিয়েছিল। টাই না পরা প্রসঙ্গে তিনি বলেন আমি আমার পূর্ব পুরুষের ঔতিহ্য ধারণ করবো। আমার গলায় ঝুঁলে থাকা ঔপনিবেশিক ফাঁস অপসারণ করবো। আমি যেন আমার কথা রাখতে পারি।
গত ৯ ফেব্রুয়ারী পার্লামেন্টের উচ্চ কক্ষের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ওয়াতিতি বক্তব্য দিতে চাইলে তা বেশ কয়েকবার প্রত্যাক্ষান করেন স্পীকার ট্রেডর ম্যালার্ড। কারণ ওয়াতিতি টাই না পরে গলায় মাউরিদের ঐতিহ্যবাহী বিশেষ অলংকার হি টিকি পরেছিলেন। সাথে মাওরিদের মত সারা মুখে ট্যাটু ও কালো বিশেষ টুপি পরেন।
স্পীকার ট্রেডর ম্যালার্ড ওয়াতিতিকে বক্তব্য দিতে না দিলেও প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডর্নের মন্তব্য ওয়াতিতির অনুকূলে যায়। তিনি বলেন আইন প্রনেতাদের টাই না পরার বিষয়ে তার কোন আপত্তি নাই। তিনি বলেন, আমি মনে করি না যে নিউজিল্যান্ডের নাগরিকরা টাইয়ের বিষয়টি গ্রাহ্য করবে। ৯ ফেব্রুয়ারী পোষাক নীতির কারণে কড়াকড়ি আরোপ করা হলেও পরদিন ১০ ফেব্রুয়ারী তা শীথিল করে স্পিকার ট্রেডর ম্যালার্ড ওয়ায়তিতিকে টাই পরা ছাড়াই বক্তব্য দিতে দেন। স্পীকার বলেন, টাই পরার স্থায়ী নীতি পরিবর্তনের চিন্তাভাবনা শুরু হয়েছে। স্পীকার হিসাবে তিনি বিষয়টি নিয়ে কমিটির সাথে আলোচলা করছেন। ফলে উপযুক্ত ব্যবসায়ীক পোশাকের অংশ হিসাবে টাই পরা বাধ্যতামূলক থাকছে না।