বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় গত ২২ ফেব্রুয়ারী হতে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর কারিগরি সহযোগীতায়, কোষ্টাল কনসোর্টিয়াম জে জে এস, রূপান্তর এবং ওয়াটার (এইড) এর পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ে সেবা প্রদান কারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টিবিষয়ক ৩দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষনে এ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঞ্জুরুল আলম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিশাত তাসনিম শুভ,উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ লাভলী খাতুন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দেবেন্দ্রনাথ সরকার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ হাসিবুর রহমান। প্রশিক্ষনে অংশগ্রহণ কারীগন পুষ্টি উন্নয়নে জনগনের পুষ্টির মাননিশ্চিত করনে স্থানীয় সরকারের অধীন ইউনিয়ন পর্যায়ে পুষ্ঠি সম্পর্কিত বিষয়কে অগ্রাধিকার দিয়ে তাদের স্ব স্ব কার্যক্রমে অন্তর্ভুক্তি করবে। প্রশিক্ষণে রিসোর্স পারসনবৃন্দ প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ক মূল্যবান পরামর্শ প্রদান করেন। ওই প্রশিক্ষনে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন- মৌতিথী আইচ- নিউট্রিশন স্পেশালিস্ট, আশরাফুল ইসলাম প্রাইভেট সেক্টর এ- লাইভলিহুড স্পেশিয়ালিস্ট,প্রশিক্ষনে সার্বিক সহযোগীতা করেন মাহফুজা আক্তার(মনি) উপজেলা সমন্বয়কারি,মোঃ শরিফুর রহমান-ইউনিয়ন ফ্যাসিলিটেটর,ঠাকুরপদ ঢালী-ইউনিয়ন ফ্যাসিলিটেটর কচুয়া জে জে এস।