জয়পুরহাটের কালাইয়ে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের শস্য সংগ্রহ পরবর্তী সহযোগিতার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ শীর্ষক প্রকল্প সদস্য উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর আয়োজনে বুধবার সকালে উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর হল রুমে উপজেলার ২৫ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সদস্য উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ-এর সভাপতিত্বে সদস্য উন্নয়ন প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রইচ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ। এ সময় সরকারী কর্মকর্তা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।