খাড়িতে ছেঁড়া গামছা মুড়িয়ে পরেছিল একদিনের ফুটফুটে শিশু। শিশুটি অপকটে আকাশের দিকে তাকিয়ে চেয়ে কী যেন খুঁজছিল। ছিলনা কেউ পাশে। বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামের আবদুল মালেকের স্ত্রী হাসিনা বেগম ছাগলের ঘাঁস কাটতে যাওয়ার পথে খামাড়বাড়ি ও গোপিনাথপুর গ্রাম সংলগ্ন খাড়িতে ওই মেয়ে শিশুটিকে দেখতে পায়। নবজাতক শিশুটির আশপাশে কাউকে দেখতে না পেয়ে সেখান থেকে নবজাতকটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা নবজাতক শিশুটিকে দেখতে ভিড় জমায়। নবজাতকটি কার সন্তান এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পরে স্থানীয়রা নবজাতক শিশুটির খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান কে অবহিত করেন। ইউএনও’র পরামর্শে স্বানীয় ইউপি সদস্য মুকসেদুল হক সহ অন্যরা নবজাতক শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান নবজাতক শিশুটিকে দেখতে গিয়ে তার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা করেন। এ সময় তিনি ডাক্তার ও নার্সদের তত্বাবধানে নবজাতক শিশুটিকে আপাতত রাখার পরামর্শ দেন। কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন জানান, নবজাতক মেয়ে শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত।
ফুঁটফুটে নবজাতক শিশুটি দেখতে অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিড় জমাচ্ছে। ইতোমধ্যে নবজাতক শিশুটিকে নেয়ার জন্য হাসিনা সহ অনেকেই আগ্রহ প্রকাশ করেছে।