অটো রাইস মিল ্ওনার্স ্এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্র্ক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এ.কে. এম খোরশেদ আলম, জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা, সরকারের কাছে তাদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনের নেতাকর্মীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান। সেই সাথে নিরাপদ চাল উৎপাদন ও ভেজাল রোধে মিল মালিকদের স্বচ্ছতার সাথে ব্যবসায় করার পরামর্শ প্রদাণ করেন।
মতবিনিময় সভায় ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, নড়াইলসহ দেশের ২০ টি জেলার চালকল মালিকরা অংশ নেয়।