জয়পুরহাটের কালাইয়ে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার এসো গড়ি সোনার বাংলা আয়োজনে বুধবার সকালে দিন ব্যাপি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্টানিক শিক্ষা ব্যুরো’র চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র (পিইডিপি-৪)-এর আওতায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন শিক্ষা কর্মসূচি মাঠ পর্যায়ে সুষ্ঠ ভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিদি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে এই প্রকল্প অবহিতকরণ কর্মশালায় আয়োজন করা হয়।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ-এর সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হাসান, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম.রওশন আলম, উপজেলা প্রথমিক শিক্ষ কর্মকর্তা মোছা. ইতিয়ারা পারভনি ও এসো গড়ি সোনার বাংলা উপজেলা প্রকল্প সমন্বয়করী মো. মোখছেদ আলী প্রমুখ। এ সময় সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ, সুধীজনেরা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।