রংপুরের পীরগঞ্জ উপজেলার জামতলা নামক স্থানে তুচ্ছ ঘটনার জের ধরে বুধবার দুপুরে ভুঙ্গামারী হতে ঢাকা গামী দিবা কোচ এনা পরিবহনের সামনের গ্লাস ভাংচুর করেছে মহাসড়ক নির্মান কাজের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারী চায়না প্রতিষ্ঠানের কতিপয় শ্রমিক। কোচের চালক রফিক জানান,তাদের সিগন্যাল অনুযায়ী আমি বাম পাশে দিয়ে কেটে যাবার সময় সম্পুর্ন অন্যায়ভাবে গাড়ীর ১ লাখ টাকা মুল্যের গ্লাস ভাংচুর করা ছাড়াও সুপারভাইজার মামুন কে মারপিট করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে দুপাল্লার যাত্রীদের বিষয়টি মাথায় রেখেই পুলিশকে অভিযোগ দিয়ে আপাতত বিষয়টির নিস্পত্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পীরগঞ্জ থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান উল্টো প্রশ্ন ছুড়ে বলেন-এখানে তো কোন সমস্যা দেখছি না ?