হল খুলে দেয়ার দাবি থেকে সরে আসছে না দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকার বিশ্ববিদ্যালয় ও হলগুলো খোলার তারিখ ঘোষণা করলেও তা মানতে নারাজ অনেকেই। অবিলম্বে বিশ্ববিদ্যালয়গুলোর সব হল খুলে দেয়ার দাবি তাদের।
হল খুলে দেয়ার দাবি তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোর তালা ভেঙ্গে হলে অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা। এর পরপরই হল খুলে দেয়ার দাবি ওঠে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
হলে অবস্থান নেয়া শিক্ষার্থীদের গতকালের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দিলেও প্রশাসনের সে সিদ্ধান্ত মেনে নেন নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।