বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মঙ্গলবার বেলা ১১টায় ৫২৮জন উপকাভোগীদের মাঝে একই সাথে দুই মাসের ভিজিডি কার্ডের চাল বিতরণ অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের পরিচালক হাওলাদার রাকিবুল বারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মো: মোয়াজ্জাম হুসাইন। এ সময় ইউপি সদস্য মো: শহীদুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান,খান শামিম হাসান, মো: রফিকুল ইসলাম, আ: জব্বার শেখ সহ বিভিন্ন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।