রংপুরে সড়ক দুর্ঘটনা এড়াতে নগরীর দর্শনা মোড়ে স্পিড ব্রেকার এর দাবিতে রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সাড়ে চারটা পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিল। এ সময় এলাকাবাসী দর্শনা মরে ট্রাফিক বক্স স্থাপন ও গতিরোধক স্থাপনের জন্য মাইকের স্লোগান দিতে থাকে। এ সময় বিক্ষোভ ও অবরোধে সংহতি জানিয়ে মহাসড়কে অবস্থান নেয় দর্শনা মোড়ের ব্যবসায়ী সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর, সাবেক ছাত্রনেতা জাকারিয়া আলম শিপলু। এ সময় বিক্ষুব্ধ জনতাকে আসার জন্য কাউন্সিলর বলেন- আমি আগামী দুই দিনের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা মোস্তাফিজুর রহমান মোস্তফার সাথে কথা বলে দ্রুত আপনাদের দাবি বাস্তবায়ন করার চেষ্টা করব।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার কর্মকর্তা ইনচার্জ আখতারুজ্জামান প্রধান জানান - নগরীর দর্শনা মোড়স্থ জনবহুল রাস্তায় ট্রাফিক বক্স এবং স্পিড-ব্রেকারের দাবিতে প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ ছিল। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুর আশ্বাসে অবরোধ তুলে নেয়।