রঙ্গপুর সাহিত্য পরিষদের আয়োজনে ও তোফাজ্জল হোসেন-আমেনা খাতুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর সহযোগিতায় রংপুরের কৃতী মানুষ মোহাম্মদ আফজাল ও আশরাফ হোসেন বড়দাকে ভাষাসৈনকি সম্মাননা প্রদান করা হয়।
২১ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১০ টায় সাহিত্য পরিষদ হলে প্রফেসর মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট খায়রুল ইসলাম বাপ্পী, অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম, ভিপি আলাউদ্দিন মিয়া, ডাঃ মফিজুল ইসলাম, মনোয়ারা বেগম, মঞ্জুশ্রী সাহা, আবদুল কুদ্দুস, কাজী মোঃ জুননুন, বনমালী পাল, বীবমুক্তিযোদ্ধা আকবর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক-সাহিত্যিক রানা মাসুদ।
মোহাম্মদ আফজাল বলেন যে, ইতিহাসের ধারাবাহিকতায় একুশের আন্দোলন-সংগ্রামের পথ ধরেই সংঘটিত হয়েছে মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানীদের পরাজিত করে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।
আশরাফ হোসেন বড়দা বলেন যে, জাতীয় বীরদের ত্যাগ-তিতিক্ষার যথাযথ মূল্যায়ন ও ইতিহাস তুলে ধরা না হলে ভবিষ্যত প্রজন্ম বিভ্রান্তির পথে পরিচালিত হতে পারে।