রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির পুর্বের কমিটি বিলুপ্ত করে সম্মেলন প্রস্তুুতি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি’র নির্দেশ ক্রমে পার্টির কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করতে এই কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ভাইস চেয়ারম্যান মোছা: কাজলী বেগম ও সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এতে আজহারুল ইসলাম মেম্বারকে আহবায়ক, ফজলার রহমান প্রামানিক, আতাউর রহমান, আবদুর রহমান প্রামানিক, সুলতানা আক্তার কল্পনা চেয়ারম্যানকে যুগ্ম আহ্বায়ক ও জিয়াউর রহমানকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, আমিরুল ইসলাম মিন্নু, আবুল কালাম আজাদ, লুৎফর রহমান, রেজাউল করিম রাজু, ইসলাম মিয়া, আবদুল কাদের, তারিক সরকার, নুর মোহাম্মদ, সাইফুল ইসলাম, সহির উদ্দিন, আতিয়ার রহমান, আকমল হোসেন, আইয়ুব আলী, ওবায়দুল ইসলাম, আবদুল মতিন শিবলী,অহেদুল ইসলাম, ইউনুস আলী। এদিকে নব গঠিত সম্মেলন প্রস্তুুতি কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।