সাংবাদিক মোজাক্কির হত্যার বিচার দাবিতে পিরোজপুরের ইন্দুরকানীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দৈনিক র্বাতাবাজার,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক গাজী আবুল কালাম, মোঃ শাহিদুল ইসলাম, জে আই লাভলু, দিবাকর দত্ত পুলিন, রাকিবুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, দ্রুত অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় উপজেলার বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।