পটুয়াখালীর গলাচিপায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে, বৃটিশ সরকারের ঋঈউঙ এর অর্থায়নে, “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” নামক প্রকল্পটির উব্দোধন করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুঃ মনিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ্ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান, পরিচালক (পিএইচডি) সাখাওয়াত হোসেন, মিল এডভাইজার (কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড) ডাঃ নাজমুল হুদা এবং ডিভিশনাল প্রোগ্রাম কো- অর্ডিনেটর মোমেন খান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার উচ্চপদস্থ সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ ও আয়োজক সংস্থা পিএইচডি এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম শাহজাদা বলেন ”আমি জেনে খুশি হয়েছি যে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে, বৃটিশ সরকারের ঋঈউঙ এর অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” নামক প্রকল্প চঐউ বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে বরিশাল বিভাগের (ভোলা, পটুয়াখালী, বরগুনা জেলায় প্রতিবন্ধী ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির মা ও শিশুর অসুস্থ্যতা, মৃত্যুহার কমানো, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সার্বজনীন স্বাস্থ্যসেবা গ্রহণের মাত্রা বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টির টেকসই উন্নয়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং গলাচিপা উপজেলায় প্রকল্পের কর্মকা- সম্প্রসারিত করেছে।
বিগত দিনে তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- পরিচালনা করেছে। বিশেষ করে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য কর্মী, বেসরকারী ডাক্তার, স্বাস্থ্য কর্মী ও গ্্রাম ডাক্তারদের জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তারদের জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করেছে।করোনা মহামারীর সময় সরকারের সাথে কাজ করেছে এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল ও মেডিকেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে। উপকূলীয় অঞ্চলের দূর্যোগ হ্্রাসকল্পে ১২৬৫ জন সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান সহ আগাম বার্তা প্রদান ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন সরঞ্জাম বিতরন করেছে।”