বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (অমর একুশে)-২০২১ ইং পালিত হয়েছে। দিবসটি পালনে একুশের প্রথম প্রহরে উপজেলা মুক্তিযোদ্ধা অফিস চত্বরের শহীদ বেদীতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ পুলিশ মোল্লাহাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সরকারি জাতির জনক মহিলা মহাবিদ্যালয়, কেআর কলেজ, লুৎফর রহমান বি,এম, কলেজ ও সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যলয়, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব মোল্লাহাট, জাতীয় মহিলা সংস্থা ও মধুমতি ১০০ মেঃওঃ পাওয়ার প্লান্টসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
অমর একুশের সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল এক প্রভাত ফেরী শুরু হয়ে কেআর কলেজ শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এরপর একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ এল জাকির হোসেন, থানা কর্মকর্তা ইনচার্জ কাজী গোলাম কবীর, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, আ.লীগ নেতা মোঃ জিকরুল আলম, ও এস,এম, নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান হায়দার মামুন, শেখ রফিকুল ইসলাম, মোঃ বাবলু মোল্লা, প্রধান শিক্ষক এস,এম, ফরিদ আহমেদ, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুবলীগ নেতা মঈন, পলু ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।