ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার পিরোজপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন আহত হয়েছে। এ সময় ট্রাক দুটির চালক ট্রাকের মধ্যে আটকা পড়ে। রোববার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার ওলিয়ার রহমানের ছেলে রাসেল ও নওগা জেলার ইসলামের ছেলে নুর হুদা।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরগামী ভুষি বোঝাই ট্রাকের চাকা পামসার হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহগামী সার বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আটকা পড়া দুইজনকে উদ্ধার করে।
কালীগঞ্জ ফায়ার সার্ভির্সের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, ট্রাক দুটির চালক আহত হয়েছে। তাদের উদ্ধার করে একজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যজনকে যশোরে পাঠানো হয়েছে।