কচুয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২১ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রোববার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। কর্মসূচিগুলোর মধ্যে ছিল ২০ ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলা মিনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা,২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমালা অর্পন, সূর্যদ্বয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি,প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নমিত অবস্থায় উত্তোলন, সকাল ৯টায় প্রভাত ফেরী, সকাল ১০টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে এক আলোচনা সভা,বাদ জোহর বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান ও সভাপতি আওয়ামী লীগ এস এম মাহফুজুর রহমান।
কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজের সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি মাহেরা নাজনীন, ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,অধ্যক্ষ শুধাঙ্কু শেখর অধিকারী,অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) হরপ্রসাদ মিস্ত্রী, ওসি তদন্ত মোঃ ইকবাল হোসেন,উপজেলা আবাসিক মেডিক্যাল কর্মকর্তা মনিশংকর পাইক, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান,সহসভাপতি উপজেলা আওয়ামী লীগ ও সাবেক অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা আওয়ামী লীগ শিকদার কামরুল হাসান কচি,প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব বিশ^াস,সমাজসেবা কর্মকর্তা সেখ হাসিবুর রহমান, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান,উপাধ্যক্ষ এসএম নাজমুল হুদা মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,সহকারি শিক্ষা কর্মকর্তা মানষ তালুকদার, আওয়ামী লীগ নেতা পুলিন বিহারী সাহা, যুগ্মআহবায়ক যুবলীগ দিদার সুজন,শ্রমিকলীগ সভাপতি খান সহিদুল ইসলাম,শিক্ষক সমিতির সভাপতি সেখ সরোয়ার হোসেন,মহিলা লীগের কাজল রানী মন্ডল, সেচ্চাসেবক লীগের সভাপতি সেখ সুমন, যুগ্ম আহ্বায়ক ছাত্রলীগ মিরাজুল ইসলাম সজিব,যুব মহিলা লীগের সভাপতি তানিয়া আক্তার নাহার,তাতীঁলীগের আবায়ক সেখ সিরাজুল ইসলাম,মৎস্য লীগের সভাপতি রিপন শিকদার,যুবলীগ নেতা নওরোজ শিকদার, ছাত্রলীগ নেতা সজল শিকদার, খান শাকিল, উজ্জল, সহ বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ।