চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীর মকরমপুর শ্মশান ঘাটে হিন্দু সম্প্রদায়ের গঙ্গাস্নান উৎসব পালিত হয়েছে। মকরমপুর মহাশ্বশান কমিটির আয়োজনে রোববার সকাল থেকে গঙ্গাস্নান উৎসবে জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করে। এ উৎসবকে ঘিরে নদী পাড়ে মেলা বসে। গঙ্গাস্নান শেষে বাড়ি ফেরার সময় প্রতেকে ঘটি-বাটিতে করে গঙ্গার জল নিয়ে যায়। হিন্দু ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান উৎসব শুভেচ্ছা বিনিময় করতে যান, সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান, রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উৎসবকে ঘিরে বিভিন্নস্তরের নিরাপত্তা জোরদার করে স্থানীয় প্রশাসন।এদিকে, এ উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, সনাতন ধর্মাবলম্বীর নারী-পুরুষ উভয়ে পাপমোচন ও পূর্ণ লাভের আশায় এ স্নানে আসেন।