চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য'র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে রহনপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে এ কর্মসূচীর উদ্বোধন করেন রহনপুর পৌরসভা নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁন। স্বেচ্ছাসেবী সংগঠন তারুন্যর সভাপতি তাসরিফ আহমেদের সভাপতিত্বে আয়োজিত রক্ত নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন,স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি নাজমুল হুদা খাঁন রুবেল,নব নির্বাচিত পৌর কাউন্সিলর যথাক্রমে আবদুর রাজ্জাক মন্টু,মোস্তাফিজুর রহমান জেম,শফিকুল ইসলাম মুন্না, সাদিকুল ইসলাম,সংগঠনটির উপদেষ্টা পারভেজ রহমান কাজল,সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান,সদস্য নিরব হোসেন,মুরাদ আলী,আক্তারা খাতুন, সায়েরা খাতুন, ফুয়াদ আলীসহ অন্যারা।"রক্ত নিলে হয় না ক্ষতি,জাগ্রত করে মানবিক অনুভূতি" এ স্লোগানে দিনব্যাপী বিনামূল্যে এ রক্ত নির্ণয় কর্মসূচি পালন করছে সংঠনটি।