গোমস্তাপুর উপজেলায় নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসন গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল ২১শের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত করণ,শিশু-কিশোরদের কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোচনাসভা।২১শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচিসহ উপজেলা পরিষদ, রহনপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, রহনপুর পৌর নব নির্বাচিত মেয়র মতিউর রহমান খাঁন, বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিকেলে উপজেলা অটোডোরিয়ামে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খাঁন ও সহকারী অধ্যাপক জিন্নাউল আওয়ালসহ অন্যরা। পরে কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।