কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড়, মাইজচর ও হুমাইপুর হাওরে প্রায় দুই যুগ ধরে এসব হাওরে কৃষকরা খুশি ও উৎসব মুখর উদ্দীপনার মধ্য দিয়ে ভুট্টা চাষ করে আসছে। এরই ধারাবাহিকতায় এই তিনটি হাওরে ১০০ থেকে ২০০ একর জমিতে এই বছর কৃষকরা ভুট্টা চাষ করেছেন। শনিবার সকালে আছানপুর হাওরে গেলে কৃষকরা এই প্রতিবেদককে জানান, এই বছর ভুট্টার চাষ বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি একর ভুট্টা চাষ করতে তাদের ৪০০০-৫০০০ টাকা ব্যয় হয়। প্রতিমন ভুট্টা মূল্য ৮০০ টাকা থেকে ১০০০ টাকায় বিক্রি সাধন যাবে বলে তারা উল্লেখ করেন। তারা বলেন, অন্যান্য বছর বাড়তি শত্যপ্রবাহ ও ঝড়োহাওয়ার কারণে ভুট্টার জমি নষ্ট হয়ে যায়। তবে এই বছর বাড়তি ঠান্ডা না হওয়ার কারণে প্রতি একরে ভুট্টার ফলন ৮০-১২০ মন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজিতপুর উপজেলা কৃষি কাজের ব্যাপারে প্রধান ব্যক্তি এবিএম রকিবুল হাসান বলেন, শীতকালে ঠান্ডা থাকলে ভুট্টার ফুল কিছুটা নষ্ট হয়ে যায়। অথচ এই বছর অল্পসংখ্যক ৩দিন ঠান্ডা থাকলেও ভুট্টার কোন জমি নষ্ট হয় নাই। এজন্য এই বছর ভুট্টার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।