খুলনার পাইকগাছায লতা ইউপি ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শিবানন্দ রায়ের বিরুদ্ধে কর্মসংস্থান কর্মসূচী প্রকল্পের শ্রমিকদের টাকা আতœসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষটি তদন্ত করছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে লতা ইউপি ৩নং ওয়ার্ডের কর্মসংস্থান কর্মসূচী প্রকল্পের ২০২০-২০২১ অর্থ বছরের কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের ৫ জন শ্রমিকের কাছ থেকে ৪ হাজার ৯ শত টাকা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শিবানন্দ রায় ও আধার মানিক এলাকার কার্তিক মন্ডল হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান ইউপি সদস্য সহ দুজনের বিরুদ্ধে থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। ইউপি সদস্য শিবানন্দ রায়কে জিজ্ঞাসাবাদ করেছে থানা পুলিশ। তদন্ত প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও ওসি এজাজ শফি জানিয়েছেন।