দেড় মাসেরও অধিক সময় ধরে কমিটি ছাড়াই চলছে সরাইল উপজেলা বিএনপি। ২০১৬ খ্রিষ্টাব্দে প্রথম ঘোষণায় দুই সদস্য। বছর দিন পর সুপার ফাইভ। এরপর আবার ২১৪ সদস্য। কাটচাট করে ১৮৭ সদস্য। সর্বশেষ ২০১৮ খ্রিষ্টাব্দের ২৩ অক্টোবর অ্যাডভোকেট আবদুর রহমানকে সভাপতি মো. আনোয়ার হোসেন মাষ্টারকে সম্পাদক করে অনুমোদন দেয়া হয় ১৮৯ সদস্যের কমিটি। হঠাৎ করে ২০২০ খ্রিষ্টাব্দের ২৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে সমগ্র জেলার সাথে সেই কমিটিও বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপি। কমিটি শুন্য হয়ে পড়ে সরাইল বিএনপি। পেরিয়ে যাচ্ছে ৫৬ দিন। আদৌও ঘোষণা হয়নি আহ্বায়ক বা পূর্ণাঙ্গ কমিটি। দলটির নেতা কর্মীরা বলছেন-‘ বর্তমানে ‘হাওয়ায় চলছে সরাইল বিএনপি।’ দলীয় একাধিক সূত্র জানায়, ২০০৯ খ্রিষ্টাব্দে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর অনেকটা নিস্তেজ হয়ে পড়ে সরাইল উপজেলা বিএনপি। আন্দোলন সংগ্রামে ঘা ছাড়া ভাব। এমনকি দলীয় ও জাতীয় দিবস উদযাপনেও বিভক্তি চোখে পড়ে পরিস্কার। দলটির প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীও পালন করেছেন তারা বিভক্ত হয়ে। একসময় দলীয় কর্মকা-ে স্থানীয় যুবদল ও ছাত্রদল নির্ভর হয়ে পড়ে দলটি। সরকার বিরোধী আন্দোলনেও ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন তারা। বিভিন্ন অভিযোগে ছাত্রদল যুবদলের একাধিক নেতা কর্মীকে কারাবরণও করতে হয়েছে। এর আগে ১/১১ চলাকালে দীর্ঘ সময় কারা ভোগ করতে হয়েছিল দলটির সম্পাদক মো. আনোয়ার হোসেন মাষ্টারকে। ২০১৬ খ্রিষ্টাব্দে অ্যাডভোকেট আবদুর রহমানকে সভাপতি ও মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা দেয় জেলা বিএনপি। এর এক/দেড় বছর পর পূর্ণাঙ্গ না করে একই কমিটিতে আরো ৩ জনকে যুক্ত করে। ওই কমিটির নাম দেয়া হয় ‘সুপার ফাইভ’। পরে যুক্ত ৩ জন হলেন সিনিয়র সহসভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, যুগ্ম সম্পাদক মো. আজমল হোসেন ছোটন ও সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল করিম রিপন। এর বেশ কিছু দিন পর ২১৪ সদস্যের সরাইল উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য জেলায় পাঠানো হয়। সেখানেও শুরূ হয় দুই গ্রƒপের ধাক্কাধাক্কি। ওই কমিটি থেকে বাদ পড়েন ২২ জন। কাটচাট করে ১৮৭ সদস্যের কমিটির অনুমোদন মিলে। বাদ পড়া একাধিক নেতা বলেন, দলীয় গ্রƒপিং ও বিশেষ কারণে দলের ত্যাগী নেতা কর্মীরা হয়েছেন বলীর পাঠা। তবে ১৮৭ জনের কমিটিতে মো. শরীফ মৃধাকে সহসভাপতি ও মো. মাজহারূল ইসলামকে কার্যনির্বাহী সদস্য পদে কো-অপট্ করা হয়। চুড়ান্ত ভাবে ১৮৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি ১২ জনকে করা হয় উপদেষ্টা। এই কমিটি দিয়েই চলছিল সরাইল উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাষ্টার বলেন, দীর্ঘদিন কমিটি বিহীন থাকলে দলের জন্য ক্ষতি। দলের জন্য কাজ করে জেল খেটেছি। পুলিশি বাধা ও নির্যাতন উপেক্ষা করে ঝুঁকি নিয়েই রাজ পথে সরকার বিরোধী কর্মসূচি পালন করেছি। পাশে পেয়েছি যুবদল ছাত্রদল ও মূল দলের গুটি কয়েক লোককে। অধিকাংশ মামলার আসামি আমি ও তখনকার সিনিয়র সহসভাপতি জহির উদ্দিন আহমেদ। ওই সময়ে আন্দোলন থেকে দূরে থেকে নিজেদেরকে নিরাপদে রাখতে দায়িত্বশীল পদের দুই নেতা দল থেকে পদত্যাগ করেছেন। উনারই এখন বড় পদ পেতে দৌঁড়ঝাঁপ করছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহ্বায়ক মো. জিল্লুর রহমান ৫৬ দিন ধরে কমিটি শুন্য থাকার কথা স্বীকার করে বলেন, প্রসেস চলছে। অল্প সময়ের মধ্যেই সরাইলে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি দিব। বড় দল। লোক বেশী। তাই নেতা বাচাই করতে কিছুটা সময় লাগে। পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।