খুলনার পাইকগাছায় প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলায় আসামি সবুর সরদার (৬৫) কে পুলিশ গেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। ধর্ষক উপজেলার শ্যামনগর গ্রামের মৃত আহম্মদ সরদারের ছেলে। থানায় এ ঘটনায় মামলা হয়েছে। ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষিতা প্রতিবন্ধী নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ইউনিট-১ এ চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলার বর্ণনা দিয়ে ধর্ষিতার ভগ্নিপতি হিতামপুরের বাসিন্দা মোকছেদ মোড়ল জানান, উপজেলার গদাইপুর গ্রামের মৃত মিনাজ গাজীর মানসিক প্রতিবন্ধী মেয়ে (৫০) স্বামী মৃত্যুর পর মানসিক প্রতিবন্ধী শ্যালিকা বাপের বাড়ীতে বসবাস করেন। ১৭ ফেব্রুয়ারী পার্শ্ববর্তী তকিয়া গ্রাম থেকে ওয়াজ মাহফিল শুনে রাত ১০ টার পর বাড়ীতে এসে বারান্দায় ঘুমিয়ে পড়ে। ঐ সময় ধর্ষক সবুর সরদার তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় বিষয়টি তার ভাবী চায়না বেগমকে জানায়। তাৎক্ষনিকভাবে চায়না বেগম ও তার বাড়ীর লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপেøেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তার ভগ্নিপতি বাদী হয়ে পাইকগাছা থানায় সবুর সরদারকে আসামি করে থানায় মামলা করে। পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আসামীকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। মামলা তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (অপারেশন) দিবাশীষ দাশ জানান, শুক্রবার সকালে সবুর সরদারকে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি এজাজ শফী জানান, ধর্ষক সবুর সরদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভিকটিমের অবস্থা ও চিকিৎসার বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ বিধান চন্দ্র ঘোষ জানান, চিকিৎসাধীন ভিকটিম এখন সুস্থ্য রয়েছেন। এ ছাড়া তার ডিএনএ টেস্টের ব্যবস্থা সহ ঔষধপত্র হাসপাতাল থেকে সরবরাহের কথা জানিয়েছেন।