মানুষের সাথে পেরে না উঠে গাছের সাথে শত্রুতা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের সিরাজ চেয়ারম্যান এর বাড়িতে। ভুক্তভোগী তাহমিনা সুলতানা পূর্ণিমা জানান গতরাতে, কে বা কারা তার কলা বাগানে ঢুকে ছোট বড় ফলন্ত প্রায় ১০০-২০০ কলাগাছ কেটে ফেলে। তার স্বামী সহিদ দীর্ঘদিন যাবত প্রবাসে আছেন।কলাবাগানের পাশে তিনি ৭ডিসিমেল জমি ক্রয় করেন, একটি স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগে যায় তাদের ক্ষতি করার জন্য। তিনি আরও জানান, দুর্বৃত্তরা একটা চক্র দিয়ে ঘরের বাইরে থাকা তার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। তবে তিনি দাবি করেন বাহিরের কোন মানুষের সাথে তার কোন শক্রতা নেই। যারাই এই কাজ করিয়েছে তারা চেনা -জানা মানুষ। প্রশাসনের মাধ্যমে আসল সত্য উৎঘাটন হবে বলে আশা করেন তিনি। ঘটনার পর গতকাল সন্ধ্যায় পূর্ণিমা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।