আমি আমার জন্মস্থান রাঙ্গুনিয়ায় যাওয়া অধিকার পাচ্ছিনা। এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে বৌদ্ধ আধ্যাত্মীক ধর্ম গুর ভদন্ত শরণংকর থের ভান্তেকে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া ফলাহারিয়ায় জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহারে নিজ মন্দিরে ফিরে যেতে নানা প্রতিবন্ধকতা দেখাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
অপরদিকে শরণংকর বলছেন, তিনি নাকি সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করেন। তাঁর দাবি সরকার তাহলে আমার বিরুদ্ধে তদন্ত করে আমাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। অভিযোগ প্রমানিত হলে আমাকে যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে গ্রহন করবো। শরণংকর অভিযোগ করেন,আমার এলাকা রাঙ্গুনিয়ায় সংখ্যালখুদের উপর নির্যাতনচালাচ্ছে সন্ত্রাসীরা, আমার মন্দির ভাংচুর করা হয়েছে আমি তার প্রতিবাদ করতে পারবো না? এ কোন আইন?রাঙ্গুনিয়ায় চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালকে বিচরণ করছে আর আমি ধর্ম প্রচার করতে পারবো না। এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়?
তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থানের পর শুক্রবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ মন্দিরের উদ্দেশ্যে শতাধিক ভক্তবৃন্দসহ রওয়ানা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আরো কিছুদিন ঢাকায় অবস্থানের অনুরোধ জানান।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে শরণংকর বলেন, আমি ভিক্ষুক সংসারত্যাগি, নির্জনে বসে সৃষ্টিকর্তার ধ্যানে মগ্ন থাকি। আমি ৭ মাস ধরে আমার মন্দিরে যেতে পারছি না। সরকারের কাছে বহু আবেদন করেও কোন সাড়া পাইনি। আজ আমি নিজ উদ্যোগে জন্মস্থান মন্দিরে ফিরতে চাইছি আমাকে যেতে দেয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন, উপরের নির্দেশ আছে তিনি যেন রাঙ্গুনিয়া না যেতে।
সংসারত্যাগি এই ভিক্ষুক জানান, সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও আমি তো আমার ক্ষেত্রে সেটা দেখছি না। আমার আশ্রমে অনাথ শিশু যারা আমার সন্তান তুল্য তারা কি ভাবে আছে জানি না। অনাথ আশ্রমের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমি ভিক্ষা করে অনাথ আশ্রম চালাই আর এতদিন এখানে পড়ে আছি ঐসব শিশুদের কি অবস্থা হতে পারে আপনারই বলুন?
তিনি ক্ষোভের সাথে বলেন,আমি যখন ধর্ম কর্ম করতে পারবো না তাহলে সরকার আমাকে দেশের বাহিরে পাঠিয়ে দেয়ারও আহবান জানান। কয়েক বছর আগে ওই মন্দিরে হামলার পর তিনি ঢাকায় চলে আসেন। দীর্ঘদিন তিনি বৌদ্ধ মন্দিরেই রয়েছেন। নিজ এলাকা রাঙ্গুনিয়ার যাওযার সিদ্ধান্ত নিলে আজ সকাল থেকে বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়।