সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী সদর উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও জেলার অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা আ.লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত সংবাদ সম্মেলনে নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, কাদের মির্জা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে অপমানিত করছেন। এসব অশোভনীয় এবং সংগঠনবিরোধী অসদাচরণের জন্য তার শাস্তি দাবি করছি।
তিনি আরও বলেন,সম্প্রতি কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করেছেন। যা দলের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। তার বক্তব্য শুনলে মনে হয় তিনি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নয়, বিএনপি-জামায়াত জোট সমর্থিত কতিপয় রাজনৈতিক দলের ভোটে বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
আরোও বলেন, আবদুল কাদের মির্জা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাজনীতির অভিযোগ করে আর নিজেই অপরাজনীতিসহ নানা অনিয়ম করে বেড়াচ্ছে। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রধান তথা সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনা,বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জেলা সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংসদ সদস্যদের বিরুদ্ধে নিয়মিত অশোভন আচরণ করে যাচ্ছেন। যাহা দলীয় শৃঙ্খলা ও রাষ্ট্র বিরোধী। এমনতা অবস্থায় নেতাকর্মীরা আবদুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
এছাড়াও বক্তব্য আরো রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগ নেতা সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান নাছের, জেলা যুবলীগ আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমূখ।