শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কেরাণীগঞ্জের মধ্যচড়াই এলাকায় আবাসিক ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২ জনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
সকাল ৭টার দিকে ভবনটি হেলে পড়তে থাকলে, ভবনের ১২ বাসিন্দার মধ্যে ৫ জন তাৎক্ষণিক বের হতে পারলেও, আটকা পড়েন ৭ জন। একপর্যায়ে ভবনটি পাশের ডোবায় পড়ে যায়। ভবনটিতে আটকে থাকা বাসিন্দাদের মধ্যে প্রথমে ২ জন এবং পরে ৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ধসে পড়া ভবনের পাশে আরেকটি দোতলা ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে প্রশাসন।