মুজিব শতবর্ষ, একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মুক্তিযোদ্ধাদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেরা মুক্তিযোদ্ধা সংসদ কতৃক আয়োজিত সভায় যুদ্ধকালিন কমান্ডার অব্দুল আজিজ সিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো: মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, মুক্তিযুদ্ধের সংগঠক, বে-সামরিক প্রধান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খাঁন এনায়েত করিম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি নিজামুল হক নান্না, উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি মো: লিয়াকত হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি আবদুর রশিদ মৃধা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: তৈয়বুর রহমান, মুক্তিযোদ্ধা আলী বাহাদুর, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান মো: এহসাম হাওলাদার প্রমূখ।