বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বর্বরচিত হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে মৌন মিছিল ও মানববন্ধন করেছে। উপজেলা পরিষদ চত্বরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স প্লাটফর্মের ব্যানারে আয়োজিত বেলা ১১ টা থেকে ১২ পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশির রিফাত, আবরি, রেদওয়ান, অসিম খান (ঢাবি), মাহাতাব উদ্দীন (পবিপ্রবি), অমিত মাহমুদ (চবি) প্রমূখ। বক্তারা শিক্ষার্থীদের ওপর রাতের আঁধারে বর্বরচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। চবির শিক্ষার্থী তালুকদার অমিত মাহমুদ রাফি বলেন, শ্রমিক নামধারী সন্ত্রাসীদের নৈরাজ্য বন্ধ হওয়া উচিত। অন্যথায় সারা বাংলাদেশে শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্ব বেড়েই চলবে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষ্যের দৃষ্টি আকর্ষণ করছি। এর আগে শিক্ষার্থীরা এ ঘটনা প্রতিবাদে শহীদ মিনার চত্বর থেকে একটি মৌন মিছিল বের করে।