কয়রা উপজেলায় আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ ফেব্রুয়ারি বেলঅ ১১ টায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগীতায় ও আশ্রয় ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর খুলনার সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ চন্দ্র সানা, মহিলা ভাইস চেয়াারম্যান নাছিমা আলম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। অবহিতকরন সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহসিন আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেট্রেকটর নাজমুল হুদা, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ইসলামুল হক মিঠু, এম আবু খালিদ, আশ্রয় ফাউন্ডেশনের উপজেলা প্রোগ্রামার কর্মকর্তা আমাউল্লাহ প্রমুখ। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের লোকজন অবহিতকরন সভায় উপস্থিত ছিলেন।