ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের মেয়াদউত্তীর্ণ কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করেন মসজিদের নিয়মিত মুসল্লী ও স্থানীয় ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নানা শ্রেণী পেশার মানুষসহ মুসল্লীরা অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, শফিউদ্দিন শফি, আবদুল জলিল, সাদ আহম্মেদ, রনি আহম্মেদ, জাহাঙ্গীর হুজুর, হাজী মোদাচ্ছের হোসাইন, এনামুল কবির রানা, ছিদ্দিকুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ীরা। বক্তারা বলেন, কেন্দ্রীয় জামে মসজিদের ফোটন-তাহের কমিটির মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছে। এর আগে তারা পদত্যাগ করেছে। তারপর তারা দ্বায়িত্ব ছাড়ছেন না।তাদের অব্যবস্থাপনার কারণে মসজিদের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। দ্রুত কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।