কোভিড- ১৯ পরিস্থিতিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ পালনে শহীদ মিনারে উপস্থিতি নিয়ে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক নিদের্শনা প্রদান করা হয়েছে।
বুধবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২১ ফেব্রয়ারী শহীদ মিনারে পূস্পমাল্য অর্পনের সময়ে প্র্রতিটি সংগঠনের থেকে ৫ জন ব্যাক্তি ফুল দিতে পারবেন। সেই সাথে ব্যাক্তি পর্ষায়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য আগ্রহী সর্বোচ্চ ২ জন অংশ নিতে পারবেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, করোনাকালীন সময়ে জনসাধারনের স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতে কমিটির সিদ্ধান্তে ওই নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি সর্ব্বসাধারনকে নির্দেশাটি পালনের জন্য আহব্বান জানিয়েছেন।
তিনি আরো জানান, এছাড়াও কভিড ১৯ স্বাস্থ্য বিধি মেনে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে শিক্ষক কর্চারীদের অংশগ্রহনে দিবসটির তাৎপষ্য তুলে ধরে আলোচনা করতে হবে। এবং দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদে শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হবে।