সরাইলে নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়াল ধ্বসে রিফাত নামের এক শিশুসহ আহত হয়েছেন ৩ জন। বুধবার দুপুরে সরাইল সদরের বিকাল বাজারে এ ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারে শফি উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলছে। গতকাল সকালে বাজার তরিতরকারি ক্রয় আসেন পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের বশির মিয়া (৬৬) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৫০)। ঘুরে ঘুরে জিনিষপত্র দেখছেন আর দামধর করছেন। একপর্যায়ে তারা শফি উদ্দিনের নির্মাণাধীন প্রতিষ্ঠানের নীচে গিয়ে দাঁড়ান। মূহুর্তের মধ্যে উপর থেকে দেওয়াল ধ্বসে তাদের উপরে পড়ে যায়। এতে তারা দু’জনই আহত হন। এ সময় তাদের পাশে দাঁড়িয়ে থাকা বড় দেওয়ান পাড়া এলাকার মাহমুদ হাসানের ছেলে শিশু রিফাত ও আহত হয়। রিফাত বর্তমানে সরাইল হাসপাতালে চিকিৎসাধীন আছে। অবস্থা গুরূতর হওয়ায় রাবেয়া বেগমকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছেন বশির মিয়া।