ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম সংলগ্ন সড়ক থেকে বুধবার সকালে শরীফুল ইসলামকে (২৬) সাড়ে ৮ কেজি আর গত মঙ্গলবার বিকেলে মহাসড়ক থেকে মো. নূরচাঁনকে (৬৫) ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে বিশ্বরোড খাঁটিয়াতা হাইওয়ে থানার পুলিশ। দু’জনের কাছ থেকে উদ্ধারকৃত ১০ কেজি ৫শত গ্রাম গাঁজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। পুলিশ বাদী হয়ে দু’জনের বিরূদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে এক যুবক কাল রং-এর একটি স্কুল ব্যাগ কাঁদে নিয়ে মহাসড়কের ওই স্থানে ঘুরছিল। সড়কে টহলরত হাইওয়ে পুলিশ যুবককে সন্দেহ করেন। তুমি এখানে কি কর? কোথায় যাবে? পুলিশের এমন প্রশ্নের উত্তরে হতবিহবল হয়ে পড়ে যুবক। পরে পুলিশ ওই যুবকের ব্যাগ তল্লাশি করে ৭টি প্যাকেট উদ্ধার করে। প্রত্যেকটি প্যাকেট কসটেপ দিয়ে ভালভাবে মোড়ানো। ওই প্যাকেট গুলোতে পাওয়া যায় সাড়ে ৮ কেজি গাঁজা। যার বাজার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ি শরীফুল বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আবদুর রউফের ছেলে। গত মঙ্গলবার বিকেলে একই সড়কে মো. নূরচাঁন (৬৫) নামের এক মাদক ব্যবসায়িকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। যার মূল্য ৪০ হাজার টাকা। নূরচাঁন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি চানপুর গ্রামের তোফাচানের ছেলে। তাদের দু’জনের বিরূদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিশ্বরোড হাইওয়ে থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, মাদক দেশ ও জাতির শত্রƒ। মাদকের সাথে কোন আপস নেই। শুধু মাদক কেন সাথে ব্যবসায়িকে ও গ্রেপ্তার করতে হবে। দুইদিন অভিযান চালিয়ে ২ ব্যবসায়িকে গ্রেপ্তার করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।