ময়মনসিংহের গফরগাঁও আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল দলীয় নেতাকর্মী, আলেম-ওলামা, মুসল্লী, গফরগাঁও বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌরশহরের নতুন বাজার মসজিদ প্রাঙ্গনে গোলন্দাজ পরিবারের পারিবারিক কবরস্থানে গিয়ে পবিত্র ফাতেহা পাঠ করেন এবং তার বাবা আলতাফ হোসেন গোলন্দাজের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান সহ দলীয় নেতাকর্মী, পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
এদিকে পৌরশহরের মধ্যবাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে, গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মধ্যবাজারস্থ পৌর আওয়ামী লীগ কার্যালয়ে, গফরগাঁও পৌরসভা কার্যালয়ে ও উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তানরা এবং উপজেলার ১৫টি ইউনিয়নের আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজ ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন।