জিয়াউর রহমানের 'বীর উত্তম' খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিক্ষোভ সমাবেশে সমাবেশে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, সরকারের হুমকি বা পুলিশি হামলায় তারা ভীত নন। প্রতিরোধের মানসিকতা ও প্রস্তুতি নিয়েই সমাবেশে যোগ দিয়েছেন তারা।
নেতাকর্মীরা আরও বলেন, জিয়াউর রহমান এদেশের মুক্তিযুদ্ধে পথ দেখিয়েছেন। তিনি সরকারের অধীনস্থ হওয়ার পরও বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং সেনাবাহিনীকে সংগঠিত করেছেন। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক না কেন, মহান মুক্তিযুদ্ধে তার এই বীরত্বপূর্ণ অবদান এদেশের মানুষ কোনো দিন ভুলবে না বলে দাবি করেন নেতারা।