জয়পুরহাটের ক্ষেতলালে সাংবাদিককে জড়িয়ে নারী শিশু নির্যাতন মিথ্যা মামলার রায় ঘোষনা করলেন জেলা দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক রোস্তম আলী।
মামলা সূত্রে জানা যায়, কালাই থানায় ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে উপজেলার বোড়াই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমি আকতার বাদী হয়ে স্বামী আঃ রাজ্জক এর বিরুদ্ধে জেলা দায়রা জর্জ আদালতে একটি মামলা দায়ের করেন, মামলা নং ৩৪/১৮। দীর্ঘ চার বছর মামলাটি চলার পর গত ১৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে জয়পুরহাট জেলা দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক রোস্তম আলী দীর্ঘ শুনানী শেষে দায়েরকৃত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামি আঃ রাজ্জাককে খালাস প্রদান করেন।
এ রায়ে আসামি আঃ রাজ্জাক সন্তষ্টী প্রকাশ করে বলেন, এ রায়ের মধ্যদিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।