গ্রাহকের জমাকৃত স্বর্ণ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ প্রধান কার্যালের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ওরফে মহিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এঘটনায় আজ দুদকের উপপরিচালক মোঃ ইব্রাহিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এজাহারের আসামিরা হলেন, ওই ব্যাংকের চেয়ারম্যান, মহিউদ্দিন আহমেদ ওরফে মহি, আবদুল আলিম, উপমহাব্যবস্থাপক, বাংলাদেশ সমবায় ব্যাংক লি: প্রধান কার্যালয়,হেদায়েত কবীর, সহকারী মহাব্যবস্থাপক (হিসাব), মোঃ আশফাকুজ্জামান, সহকারী মহা-ব্যবস্থাপক, (স্বর্ণ বন্ধকী ঋণ বিভাগ), মো: মাহাবুবুল হক, সাবেক প্রিন্সিপাল অফিসার, বাংলাদেশ সমবায় ব্যাংক লি:, সাবেক প্রিন্সিপাল অফিসার,মো: ওমর ফারুক, নুর মোহাম্মদ, সিনিয়ার অফিসার, (ক্যাশ),আব্দুর রহিম, সহকারী অফিসার, গ্রেড-১, বাংলাদেশ সমবায় ব্যাংক লি:, প্রধান কার্যালয়, এবং নাহিদা আক্তার, সহকারী কর্মকর্তা (গ্রেড-১), বাংলাদেশ সমবায় ব্যাংক লি: প্রধান কার্যালয়। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিগণ পরস্পর যোগসাজশে বাংলাদেশ সমবায় ব্যাংক লি:-এ জমাকৃত স্বর্ণ প্রতারণা ও জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে আত্মসাৎ করার অংশ হিসেবে ১১ কোটি ৩৯ লাক ৮৮ হাজার ৬৮৬ টাকা মূল্যের স্বর্ণ বিদ্যমান আইনের তোয়াক্কা না করে ভূয়া ও জাল কাগজপত্র তৈরী করে নিজে এবং অপরকে লাভবান করার লক্ষ্যে প্রকৃত গ্রাহককে তাদের স্বর্ণ না দিয়ে আত্মসাৎ করেন। অন্যের আমানত খেয়ানত করার অভিযোগে তাদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আজ যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন, আবদুল আলিম, হেদায়েত কবীর, মো: মাহাবুবুল হক,মো: ওমর ফারুক এবং নুর মোহাম্মদ। বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের টিম তাদের গ্রেফতার করেন।