রংপুরের পীরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন।
পীরগাছা প্রেসক্লাবের আহ্বায়ক শাহ কামাল ফারুখ লাবু’র সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আজিজ, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মোস্তাফিজার রহমান রেজা, প্রেসক্লাববের সাবেক সভাপতি এম খোরশেদ আলম, সিনিয়র সাংবাদিক তোজাম্মেল হক মুন্সি, আবদুস সাত্তার আজাদ, প্রেসক্লাবের সদস্য সচিব তাজরুল ইসলাম প্রমুখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন বলেন, এ উপজেলায় সর্বমোট প্রায় সাড়ে ৭ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এসব কম্বল অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষ, হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।