কয়রা থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হোসেন গতকাল মঙ্গলবাার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহন করেছেন। সেই সাথে তিনি কয়রা উপজেলায় চাকুরীরত সকল পুলিশ সদস্যদের ভ্যাকসিন গ্রহন করার পরামর্শ দেন। ইতোমধ্যে অনেক পুলিশ সদস্যরা ভ্যাকসিন গ্রহন করেছেন। এ সময় কয়রা থানার কর্মকর্তা ইনচার্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান দেখে সন্তোশ প্রকাশ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন গ্রহন করার ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচরনা চালানো হয়েছে। গতকাল ১৬ ফেব্রয়ারী পর্যন্ত ১৭২২ জনকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং ৩২৫০ জনকে ভ্যাকসিনের নিবন্ধন করা হয়েছে।